শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী নতুন বছর ২০২০ এর শুরুতে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে নতুন বইয়ের উৎসবের আমেজ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।একই দিনে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছার উদ্দীন সিনিয়র দাখিল মাদ্রাসায় পৃথক বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো: মুনিবুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল বাশার, মো: আল-আমিন, স্থানীয় গনমাধ্যম কর্মী সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, উপজেলার ৭টি ভকেশনাল, ৫৮টি ইবতেদায়ী, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ১টি অষ্টম শ্রেনী সংযুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার নতুন বই বিতরন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার জানান, উপজেলার ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩৬ হাজার ৭৪৮ সেট সরকারী বই বিতরন করা হয়েছে।