মোঃপারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে ২০০ পিস ইয়াবাসহ মো.আলামিন ওরফে উলফা আলামিন (২৭) কে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিক্তিতে সোমবার ভোর ৫ টার দিকে কৃষ্ণপুর গ্রাম থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করে।কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আবুল হোসেন জানান, আলামিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিক্তিতে সোমবার ভোরে তার বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।