করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদুল্লাহ। আজ শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, গত ২৫ জুন তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
প্রসঙ্গত, নকল মাস্ক সরবরাহের অভিযোগ উঠলে গত জুনের শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সিএমডি থেকে সরিয়ে দেওয়া হয়। সিএমএসডি থেকে বিদায় নেওয়ার আগে গত ৩০ মে তিনি স্বাস্থ্যখাতে বহুল আলোচিত ‘মিঠু সিন্ডিকেট’ ও তার সহযোগীদের দৌরাত্মের বিষয় তুলে ধরে জনপ্রশাসন সচিবকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি সিএমএসডিসহ গোটা স্বাস্থ্যখাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান। এছাড়াও সিএমএসডিসহ স্বাস্থ্যখাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলী, পদায়নসহ নানা বিষয় তুলে ধরেন এই সেনা কর্মকর্তা। আরও তুলে ধরেন করোনাকালে স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতার চিত্র। তার সেই চিঠির মাধ্যমেই স্বাস্থ্য খাতের অনেক কালো অধ্যায় জনগণের সামনে উন্মোচিত হয়। এর পরেই শুরু হয় স্বাস্থ্যখাতে ব্যাপক রদবদল।