মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্ণধার কামরুল ইসলাম চৌধুরী মামুনের নির্দেশে সারা দেশে হেফাজত জামায়াতের তান্ডব এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে হামলার প্রতিবাদে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেছে।
সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলার পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।