কমলনগরে নতুন আলো কিন্ডার গার্টেন স্কুলের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত
কমলনগর প্রতিনিধিঃ-
লক্ষীপুর কমলনগর হাজ্বি ফাজেল মিয়ার হাট নতুন আলো কিন্ডার গার্টেন মা সমাবেশের মধ্য দিয়ে স্কুলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও। বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল সভাপতি মাস্টার মেজবাহউদ্দিন (ঝন্টু) পরিচালনা কমিটির সভাপতিত্বে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন আলো কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ কবির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিদুর রহমান (চতুর্থ শ্রেণি) সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি কমলনগর উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ রতন, চেয়ারম্যান ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন,সাংবাদিক মোঃসিরাজুল ইসলাম( কমলনগর রিপোর্টস ক্লাবের সহ সাধারণ সম্পাদক) প্রধান অতিথি বলেন, মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে।
একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মক্তব থেকে। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মক্তব থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলের পক্ষ থেকে ফ্রী ড্রেস বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুর রাজ্জাক চৌধুরী, নতুন আলো কিন্ডারগার্ডেন উপদেষ্টা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ বি এম শরীফ উল্লাহ। বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ সিদ্দিকউল্লা। মাস্টার মোহাম্মদ ইউনুস। হাজী মোঃ নুরুল ইসলাম। মাস্টার মোহাম্মদ নুরুল আমিন (প্রধান শিক্ষক উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়) ডাক্তার গিয়াস উদ্দিন।
ডাক্তার ইসমাইল হোসেন। নতুনআলো কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক , এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছাত্র ছাত্রী, অভিভাবক সহ প্রমুখ।