English|Bangla আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার বিকাল ৪:০২
শিরোনাম
নাগেশ্বরীতে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্টিতদিনাজপুরে নাগরিক উদ্যোগ এবং এসসিডিএস এর উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিতচরফ্যাশনে মেয়র- সাধারন কাউন্সিলদের ভোট বিন্যাসপ্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে কাজীর সংবাদ সম্মেলনচরফ্যাশন পৌর সভায় আওয়ামীলীগের জয়বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধারআবারও খানসামায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে যুবক নিহত।মোছাঃ মাহমুদা ইসলাম সেফালী প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টে ২০২১ শুভ উদ্বোধনচিলমারীতে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

কক্সবাজারের প্রথম নারী উদ্যোক্তা মেলা বসে হোটেল ওয়ার্ল্ডবীচ রিসোর্টে

সৈয়দ আক্কাস উদদীন

নারীদের ক্ষমতায়নে কাজ করা, নারীদের কে স্ব স্ব পেশায় স্বালম্বী হতে কাজ করা, এবং সর্বাত্বক নারীদের উদ্যোক্তা হতে পাশে থাকা কক্সবাজারের একটি সংগঠনের নাম ড্রাইভ অরগানাইজেশন।

আর এটার চেয়ারম্যান হচ্ছেন কক্সবাজারের সাহসিকন্যা নওশাবা সিয়াম।

গত ৬/১২/২০১৯ রোজ শুক্রবারে কক্সবাজারের তারকা মানের হোটেল ওয়ার্ল্ডবীচে তিনি আয়োজন করেন নারী উদ্যোক্তাদের মিলনমেলা।

ওই মেলাতে দেখা হয়ে গেলো নারী উদ্যোক্তাদের প্রেসিডেন্ট নওশাবা সিয়ামের সাথে।

তিনি বলেন কক্সবাজারের প্রথম ই-কমার্স উদ্যোক্তা ও তিনি।
প্রথম লোকাল মেয়েদের নিয়ে মেলা ওয়ার্ল্ডবীচ রিসোর্টে তা ও আবার তার মাধ্যমে।

তার সাথে কাজ করা নারীদের সংখ্যা কত জানতে চাইলে তিনি বলেন সদস্য সংখ্যা টোটাল ৬০০০।
এখানে সব পেশার নারীরা তার সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন।

তার সাথে থাকা নারীরা বিভিন্ন সাইটের মাধ্যমে অনলাইন ব্যবসা করে স্বাবলম্বী হতে শুরু করেছে বলে জানান।যেমন ফুডপান্ডার আদলে
অনলাইনে খাবার ডেলিভারী।
বুটিক শপ।

বেকিং কোর্স। তিনি প্রতিবেদককে আরো জানান তার হাতে গড়া ২জন উদ্যোক্তা ১টা শোরুম দিলো কক্সবাজারের বুকে।
ভবিস্যতে স্পন্সর বা সরকারি সহায়তা পেলে অনেক বেশী নারীদের নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।
কক্সবাজারের এই সাহসী উদ্যোক্তা নারীদের নিয়ে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো