মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
কিশোরগঞ্জের জেলার হোসেনপুর উপজেলার “এসো পাশে দাড়াই” সামাজিক সংগঠন হোসেনপুর শাখার পক্ষ থেকে দুস্থ্য,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
০৯জানুয়ারি রোজ শনিবার দুপুর ০২:৩০ঘটিকায় হোসেনপুর পৌরসভার ০১ নং ওয়ার্ডে নতুন কুড়ি কিন্ডারগার্ডেন সংলগ্ন এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী,সার্বিক দিকনির্দেশনায় ছিলেন হোসেনপুর উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান পারভেজ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন “এসো পাশে দাড়াই” সামাজিক সংগঠন হোসেনপুর শাখার প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুল হক শরীফ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “এসো পাশে দাড়াই” সামাজিক সংগঠন কিশোরগঞ্জের সহ-সভাপতি মু. শফিকুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন “এসো পাশে দাড়াই” সামাজিক সংগঠন কিশোরগঞ্জের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান হুমায়ুন বলেন প্রথমেই সংগঠনের সফলতা কামনা করি ও উক্ত সংগঠনটি আর্তমানবতার পাশাপাশি মাদক, জুয়া,দূর্ণীতি নির্মূলেও জোড়ালো ভুমিকা রাখার পরামর্শ দেন, তিনি সবসময় সংগঠনের পাশে থেকে সর্বাত্বক সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন এবং এই সংগঠনটি আরো অনেক প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।