সুজন তালুকদার
ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭.৩০ টায় নার্স আয়েশা বেগম,শাহেদা বেগম,ও হেপি রানীর সহযোগিতায় ৩ সন্তানের জন্ম হয় বলে জানা গেছে। তিন সন্তানের জননী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বেতকোনা গ্রামের কাতার প্রবাসী জনক মিয়া’ র স্ত্রী লুবনা বেগম।
শিশুদের শারিরিক অবস্থা জানতে চাইলে নার্স আয়সা বেগম জানান শিশুদের ওজন কম শারিরিক অবস্থা তেমন ভালো না থাকায় সিলেট ওসমানী মেডিকেল সাহপাতালে ভর্তির নির্দেশ দিয়েছি।