এম এ মাজেদ ফেনী প্রতিনিধিঃ
দৈনিক সমসাময়িক প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা’র লেখা প্রকাশিত বই ‘প্রিয় বাবা’ ২০২০ সালের একুশে বই মেলায় সারাদেশে পাওয়া যাবে। ঢাকা তেজগাঁও প্রিয় বাংলা প্রকাশন থেকে বই টি প্রকাশিত হচ্ছে। এর প্রচ্ছদ অঙ্কণ করেছেন সৈয়দ ইকবাল হোসেন। বইটি রকমারী ডট কম, প্রিয় অনলাইন ডট কম, বই পড়ুন ডট কম এ ঘরে বসে অর্ডার করে পাওয়া যাবে।
সাংবাদিক এম শরীফ ভূঞা’র পিতা প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ ফারুক ভূঞার স্মরণে এটি লেখা হয়েছে, তিনি ২০১৭ সালের ০৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি জানান, বাবা’র প্রতি ভালোবাসা থাকলেও তা প্রকাশের সুযোগ হয় না।
মা কে নিয়ে অসংখ্য বই প্রবন্ধ প্রকাশনা রয়েছে। বাবা কে নিয়ে তার সংখ্যা খুব কম। বইটিতে নিজের বাবার মাধ্যমে সকল বাবা’র প্রতি শ্রদ্ধা অনুভূতি প্রকাশের চেষ্টা করা হয়েছে।