English|Bangla আজ ৩রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত ২:০৭
শিরোনাম
কুড়িগ্রামে গাছের ডাল পড়ে প্রান গেল কাঠঁ ব্যবসায়ীরনাচনাপাড়ায় বাস্তবে একটি ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও একই নামে কাগজ-কলমে দেখানো হচ্ছে দুটি।পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭

এওচিয়া যুবলীগের কমিটি অনুমোদন

সৈয়দ আক্কাস উদদীনঃ

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদন দিয়েছে সাতকানিয়া উপজেলার আহবায়ক কমিটির আহবায়ক সাইদুর রহমান দুলাল,সিনিয়র যুগ্ন আহবায়ক আ ন ম সেলিম চৌঃ ও যুগ্নআহবায়ক হারেজ মোহাম্মদ।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন সাবেক ছাত্রনেতা জামায়াত জোটের আমলে নির্যাতিত নিপীড়িত জনাব আব্দুল ওয়াহেদ শাহআলম (মেম্বার)
এবং সাধারনসম্পাদক হিসেবে স্থান পেয়েছেন রাজপথঁ কাপাঁনো আরেক সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী জনাব মিজানুর রহমান।

এই কমিটিতে আসার বিষয়ে সভাপতি সাধারন সম্পাদকের অভিমত জানতে চাইলে তারা বলেন, আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে যুবলীগকে আরো গতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।

এবং পাশাপাশি আমাদেরকে গুরুত্বপূর্ন পদে আসীন করায় আমরা আহবায়ক সাইদুর রহমান দুলাল এবং যুগ্নআহবায়ক আ ন ম সেলিম চৌঃ এবং যুগ্নআহবায়ক হারেজ মোহাম্মদকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো