উলিপুরে উপ-নির্বাচন স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরকার বে-সরকারীভাবে নির্বাচিত
শাহিন মন্ডল, উলিপুর, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আবু তালেব সরকার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১ শত ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি সহিদুর রহমান (লাঙ্গল) পেয়েছেন,৩ হাজার ১শত ২৯ ভোট।
আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান খন্দকার এরশাদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬ শত ৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী বেগম (চশমা) পেয়েছেন ১৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুলতানা রাজিয়া (আনারস) পেয়েছেন ৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান (ঘোড়া) পেয়েছেন ২হাজার ৬শত৮৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৪শত ভোট। ওই ইউনিয়নে মোট ২২ হাজার ৮ শত৭১ ভোটারের মধ্যে ১৪ হাজার ২ শত ৯৮ জন ভোটার ভোট প্রদান করেন।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একরামুল হক খন্দকার গত ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।
তফশিল ঘোষনার আগে আবু তালেব সরকারকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর আবু তালেব সরকার রংপুরে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হলে তার পরিবর্তে ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান একরামুল হক খন্দকারের পূত্র আসদুজ্জামান খন্দকার এরশাদকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করা হয়।
এদিকে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের উপ-নির্বাচনে ৭নং ওয়ার্ডের ওবায়দুল হক(ফুটবল)ও ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রঞ্জু মিয়া (মোরগ)কে বে-সরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।