বদরুল আমীন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৩/১২/১৯ তারিখ ২৩.২৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ,
১। মোঃ গাজীউর রহমান ওরফে গাজী(৪৫), পিতা-মৃতঃ হোসেন আলী ফকির, মাতা- মোছঃ ফলেজা খাতুন, সাং-বেগুনবাড়ী(চর দুলালবাড়ী), খাগডাহর ইউপি,
২। মোঃ সুমন মিয়া অরফে ইমন মিয়া(২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা- মোছাঃ ফাতেমা বেগম(ফতে), সাং-রঘুরামপুর মাঝিপাড়া, বর্তমান ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৪/১২/১৯ তারিখ ০৭.১৫ ঘটিকার সময় কোতোযালী থানাধীন আর কে মিশন রোড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী
৩। মোঃ মামুন মিয়া (৩৫), পিতা মৃত-আব্দুস সামাদ, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সাং-আকুয়া লিচু বাগান, এ/পি সাং-আকুয়া (শিকদারবাড়ী মার্কেট), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।