English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম

ইউপি সদস্য হিসেবে টানা চতুর্থ বার নির্বাচিত হওয়ার লক্ষ্যে রশিদুল ইসলাম শাহের মনোনয়ন পত্র দাখিল

জে.আর.জামান, খানসামা, দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা চতুর্থ বার ইউপি সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ রশিদুল ইসলাম শাহ।

বুধবার (২৪ নভেম্বর) সকালে দেড় শতাধিক মটরসাইকেলে হাজারো জনতাকে সাথে নিয়ে আংগারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বরাবর মনোনয়ন পত্র জমা দেন।

টানা তৃতীয় বার নির্বাচিত ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি এই ওয়ার্ডের সদস্য হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার বাবা ও মা এঔ ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। এবার আমি নির্বাচিত হলে আমার ৮নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে তৈরী করতে যে প্রতিজ্ঞা নিয়েছি সেটা করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো