ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিতের ঘটনায় চেয়ারম্যানদের সম্বনয় সভা বর্জন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
ঘাটাইলে এক ইউপিচেয়ারম্যানকে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে মাসিক সমন্বয় সভাবর্জন করেছে ১২ চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুর ১২টায় মাসিক সমন¦য় সভায় উপস্থিত হয়ে এক পর্যায়ে সভা বর্জন করে তারা এক যোগে বেড়িয়ে যান । এদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ২জনসহ ১২জন চেয়ারম্যান রয়েছে। পরে তারা এনিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজুর সভাপেিতত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রসুলপুর ইউপিচেয়ারম্যান এমদাদুল হক সরকার,মহিলা ভাইসচেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মিঠু ভূইয়া,আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো.শাহজাহান,দেওয়াপাড়া ইউপি মাইন উদ্দিন তারু চেয়ারম্যান জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান,দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান,ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী প্রমুখ। উল্লেখ,৯ নভেম্বর আইনশৃঙ্খলা সভায় যোগ দিতে এসে ইউএনও অফিসের নীচ তলায় আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহানকে লাঞ্চিত করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে ইউএনও‘র কাছে ১২ চেয়ারম্যান যৌথ সাক্ষর দিয়ে স্মারকলিপি পেশ করেন।