সৈয়দ আক্কাস উদদীন
১৩/১১/২০১৯ তারিখে চট্টগ্রাম নগরীর কেবি কনভেনশনে আয়োজিত, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মরহুম আক্তারুজ্জামান চৌ:বাবুর স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরন সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবুরেজা নদভী।
তিনি বর্ষীয়ান মরহুম এই নেতার স্মৃতিচারনা করতে গিয়ে বলেন,আক্তারুজ্জামান চৌধুরী বাবু মিয়া মৃত্যু বরণের ফলে আওয়ামীলীগে যে শূন্যতা দেখা দিয়েছে,এটা কখনো পূরন হওয়ার মত নই,তিনি বলেছেন আজকের ভূমিমন্ত্রী হারিয়েছেন পিতা,আর আওয়ামীলীগ হারিয়েছে দূ:সময়ের দক্ষ সংগঠক।
আমরা চট্টলবাসী হারিয়েছি আমাদের প্রিয় অবিভাবক!
এমন বক্তব্য করতে গিয়ে,প্রিয়নেতার স্মৃতিচারনে আবেগতাড়িত হয়ে বলেন,আমি আজকে এমপি নদভী এটার সম্পূর্ন অবদান এই মহান নেতার।
এই মহান নেতা, মৃত্যুর আগে বলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিবেন।
তিনি সব ব্যবস্থা করেছেন।
স্মৃতিচারনে বলেন,আমার নেতা কখনো কাউকে মিথ্যে আশ্বস্ত করতেননা এটা তার কয়েকটা গুনের মধ্যে অন্যতম।
তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আপনি এমপি হবেন, তাই আজকে আমি এমপি।
আমি এবং সাতকানিয়াবাসী ও লোহাগাড়াবাসী এই মহান বটবৃক্ষসম নেতার মৃত্যবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করি।