আগৈলঝাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদার এর স্মরণসভা অনুষ্ঠিত
কে এম আজাদ রহমান আগৈলঝাড়া প্রতিনিধি :
আগৈলঝাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদার এর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি ও বাজার ব্যবসায়িদের উদ্যোগে সোমবার বাদ আছর সদর বাজারে ওই বাজারের পরিচালনা কমিটির সভাপতি ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায়
ব্যবসায়ি আব্দুল মালেক হাওলাদারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আব্দুস ছাত্তার মোল্লা, স্বরন সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আ’লীগ নেতা এস এম হেমায়েত উদ্দিন, সফিকুল ইসলাম সকুল, সহিদুল ইসলাম পাইক,
যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ব্যবসায়ি গিয়াস উদ্দিন হাওলাদার, ইদ্রিস হাওলাদার, হান্নান মোল্লা, ফয়জুল সেরনিয়াবাত, মো. জাহিদুল ইসলাম ।
সভায় বক্তারা ব্যবসায়ি আব্দুল মালেক হাওলাদারের মৃত্যু নিয়ে একটি পরিবার মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেন।
স্মরণসভা শেষে মরহুম আব্দুল মালেক হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রসংগত, বাজারের বিশিষ্ট প্রবীন ব্যবসায়ি আব্দুল মালেক হাওলাদার ৮৬ বছর বয়সে গত ৮মার্চ রাতে ইন্তেকাল করেন।