English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম

আকস্মিক স্কুল পরিদর্শনে ফুটবল নিয়ে হাজির (ইউএনও) রুহুল আমিন

মো.সুমন হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনার খোঁজ নিতে আকস্মিক স্কুল পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো.রুহুল আমিন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন উল্লেখিত বিদ্যালয়গুলো আকস্মিক পরিদর্শন করেন নিজে। পরিদর্শন কালে বিদ্যালয়ের সকল শ্রেনীর কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে বিভিন্ন প্রশ্ন করেন। এবং সারপ্রাইজ ভিজিট হিসেবে স্কুল শিক্ষার্থীদের হাতে একটি ফুটবল তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন দৈনিক আলোকিত সকাল কে বলেন,বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে যেসব প্রাইমারি স্কুলে মাঠ আছে সেসব স্কুলের শিক্ষার্থীদের জন্য সারপ্রাইজ ভিজিটে উপহার দেয়া হবে ফুটবল।গতকাল বুধবার গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার খোজ নিতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে একটা ফুটবল উপহার দেয়া হয়।

এছাড়াও একই দিনে স্বন্দীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকেও একটি ফুটবল উপহার দেয়া হয় বলে জানান তিনি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো