দুই প্রবাসীর স্বদেশ প্রেমের উদ্যোগ : ফুলতারা ইনফর্মেশন এন্ড হেল্পসেন্টার গ্রুপের কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ।
মহান জাতীয় সংসদের ময়মনসিংহ জেলার ১৪৭,ময়মনসিংহ-২ আসনটি(ফুলপুর-তারাকান্দা)২টি উপজেলা নিয়ে গঠিত,মাত্র কিছুদিন আগেও একিভূত ছিলো ফুলপুর উপজেলা নামে।প্রারম্ভিক সময়ে ফুলপুর থানাটি ২১টি ইউনিয়নের মাধ্যমে পথচলা শুরু করলেও পরে ১৮নং সিধলা ইউনিয়ন টি প্রশাসনিক সুবিধার জন্য গৌরীপুর উপজেলার সাথে সংযুক্ত করা হয়।অবশিষ্ট ২০টি ইউনিয়ন নিয়ে চলতে থাকে ফুলপুর উপজেলা।
পরবর্তী সময়ে তারাকান্দা ইউনিয়নটি নতুন উপজেলা রূপান্তরিত হলে ১০ টি করে ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয় ২টি উপজেলা।তবে একই সংসদীয় আসনের অধিবাসী বলে ইতিহাস,ঐতিহ্য, স্মৃতিকথা, চালচলন, ভাবের…