৯৯৯ এ কল দিয়ে উদ্ধার পেল মোঃ সাকিব আহম্মেদঃ
পি কে রায় চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধিঃ এস এস সি (ভোকঃ) পরীক্ষার্থী মো: সাকিব আহম্মেদ(১৬) অপহরণ মামলার চারজন আহরণকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারী ২০২০খ্রীঃ রোজ সোমবার দুপুর আনুমানিক ১২ ঘটিকায় পুলিশ অপহরণকারীদের গ্রেফতার করে আসামীদের দিনাজপুর জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে প্রেরণ করে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী ২০২০খ্রীঃ রোজ রবিবার দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লার মোঃ ছলিম আলীর পুত্র মো: সাকিব আহম্মেদ (১৬) কারিগরী শিক্ষা বোর্ডে অধীনে ২০২০খ্রীঃ এস এস সি (ভোকঃ) পরীক্ষায় সাঃ গণিত বিষয়ে অংশ্রগ্রহণ করার জন্য দিনাজপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে যায়।
পরীক্ষা শেষে দুপুর এক ঘটিকার দিকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে এবং অপহরণকরীরা দুই লক্ষ্য টাকা মুক্তিপন দাবি করে। এসময় সাকিব আহম্মেদ এর পরিবার থেকে হেল্পলাইন নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে।
আজ ১০ ফেব্রুয়ারী ভোরে এস আই আব্দুস সোবহান এর নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানার অত্রাই নদীর পাশে কবরস্থানে অভিয়ান চালিয়ে চারজন অপরহরণকারীকে ঘটনাস্থল থেকে আটক করে। এসময় কবরস্থানের পাশের একটি পরিত্যাক্ত ঘর থেকে সাকিব আহম্মেদ(১৬)কে উদ্ধার করে ।
অপহরণ মামলায় আটককৃতরা হলেন, মো: রনি ইসলাম (২০), মো: মনিরুল ইসলাম(২২), মো: জিল্লুর মেহেদী (২০) ও মো: মামুন হোসেন(২০) আসামীদেরকে দিনাজপুর জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে পেনাল কোটের ১৪৩,৩৪১,৩৪২ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।