৭ই মার্চ
—————–
আমি দেখেছি ভাষা শহীদ এর আর্তনাদ,
দেখেছি অগুনের, ফাগুন ঝরার দিন
আমি কমরেড রক্তে বইছে সংগ্রামী স্বাদ।
মাটি ও মানুষের দিপ্তমান আত্মার স্বজন,
খুড়ে-খুটে নিঙড়ে দেখেছি বাঙালিানা
আমি আদিম, প্রতিবাদী প্রান্তিক জনগন।
বারবার গৈরিক বারবার অসম্ভাব শোক,
চেনায় ধরে রেখেছি আজন্ম ইতিহাস
আমি দেখেছি করতালির এক উদযোগ।
শ্যামল দেশ মাতৃকার নিদেন কষ্টের শ্বাস,
ভুলতে হয়েছি যোদ্ধা, ছুটেছি রাজপথে
আমি প্রত্যয়ী এক কবির ছুঁয়েছি বিশ্বাস।
মানুষ হয়ে দেখেছি মানুষের দুঃখ গঞ্জনা,
এই দেশ আমার, আমি বাঙালির প্রাণ
আমার রক্ত প্রবাহে বাংলাদেশই ঠিকানা।
দ্রোহ আগুনে লেখা সংগ্রামী হৃদ্ধ এ মন,
জ্বল-জ্বলে লালপলাশ ফুলে দেখে যাই
আমি দেখে যাই ৭ মার্চের মুক্তির ভাষন।