১৯৫২’ র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আলহাজ্ব আবুল কাসেম মিয়াঁ
মোঃ মামুন হোসাইন (ভোলা)
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরের স্থান দেওয়ার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়্যারমান, আলহাজ্ব আবুল কাসেম মিয়াঁ।
এই মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে জানান, বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা নিউজের জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছন, তাদের প্রতি লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানায়।