হাওর উন্নয়ন কাজে অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -এমপি তৌফিক
মোক্তার হোসেন গোলাপ মিঠামইন প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন জাতীয় সংসদের কিশোরগঞ্জ ৪ আসনের
এমপি রেজোয়ান আহাম্মেদ তৌফিক ।
আজ বিকাল ৩ টার সময় এমপি রেজোয়ান আহাম্মেদ তৌফিক তৌফিক উপজেলার ঘাগড়া ইউনিয়নে এসে চলতি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি বলেন হাওর উন্নয়ন কাজে কোন রকম অনিয়ম,দুর্নীতি ও স্বজন প্রীতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে ।এমপি আরো বলেন এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার জনসাধারণকে সজাগ থাকতে হবে ।
এই সময় এমপি রেজোয়ান আহাম্মেদ তৌফিক এর সঙ্গে ছিলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঞা ,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোসলেহউদ্দিন,ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ভূইয়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ।