ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের, জিনদপুর মানব কল্যান সংস্থার” পক্ষ থেকে রবিবার সকালে জিনদপুর গ্রামের হতদরিদ্র রহিমা বেগম(৫০) ও বাসনা বেগম (৪২)কে চিকিৎসার জন্য দশ হাজার টাকা নগদ প্রদান করা হয়।হাটি হাটি পা করে এগিয়ে আসা সংস্থাটি অল্প সময়ে বেশ সুনামের সহিত প্রবাসীদের নিয়ে গঠন করা সংস্থাটি অর্জন করেছেন অনেক কিচু।
গ্রামের অসহায়দের পাশে থেকে কাজ করছে অভিরাম। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাবেক প্যানেল চেয়ারম্যান ও মেম্বার আমীর হোসেন,সাবেক মেম্বার ও উপদেষ্টা খুরশেদ আলম,আবু নাছের শিমুল,নজরুল ইসলাম,সংস্থার সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম,সহ সভাপতি ফরহাদ চৌধুরী,সাধারন সম্পাদক নুরুল ইসলাম, আনিছুর রহমান পনির প্রমুখ।