জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী শাড়ি কিনতে হঠাৎ গংগাচড়ার বেনারসি পল্লীতে।
আজ বুধবার দুপুর ১২টায় শাড়ী কিনতে আকস্মিকভাবে উপজেলার হাবু বেনারসি পল্লীতে আসেন তিনি । তার আগমনের সংবাদে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম দ্রুত বেনারসি পল্লীতে উপস্থিত হয়ে তাঁকে অভিনন্দন জানান।
এ সময় গজঘন্টা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম,গজঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
স্পীকার ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে আসেন। এর পর সরাসরি গঙ্গাচড়ার হাবু বেনারসি পল্লীতে আসেন। সেখানে তিনি মৌমিতা বেনারসি থেকে ৬টি শাড়ী কিনেন। এর পর তিনি তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।
এসময় তার আগমনের খবর পেয়ে উৎসুক জনতা তাকে একনজরে দেখার জন্য সেখানে ভীড় করেন।