দিনাজপুরের অত্যন্ত সুপরিচিত বটতলা মোড়ের নিকটস্থ মাতাসাগর নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিটিউট এর কর্মচারী মোঃ হাবিবর রহমার (৫৫) নিহত হয়েছে।
৯মার্চ ২০২০খ্রীঃ রোজ সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় দিনাজপুর পার্বতিপুর মহাসড়কে মাতাসাগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবর রহমান দিনাজপুর পলিটেকনিকেল ইন্সিটিটিউট এর কর্মচারী বলে জানা গেছে।
দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে মাতাসাগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল হাবিবর রহমান নামের ওই লোককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।