গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে।
গত বুধবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উপজেলার মনিরাম গ্রামের নুর ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া, বালাপাড়া গ্রামের ফরমান আলীর ছেলে নারী-শিশু মামলার আসামী হাসানুর রহমান।
এছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন-রামচন্দ্র গ্রামের রহিম উদ্দিনের ছেলে হযরত আলী, খামার ধুবনী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুব রহমান, জরমনদী গ্রামের আরমান আলীর ছেলে নুর ইসলাম ও আলম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।