বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এ নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, ডি.ডব্লিউ ডিগ্রী সরকারি কলেজ অধ্যক্ষ এ.কে.এম.এ হাবীব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম,আ’লীগ নেতা চঞ্চল,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুশরাত জাহান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার প্রমূখ।
উল্লেখ্য ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর কতৃক দুই দিন ব্যাপী গৃহিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৫ মার্চ নারী সমাবেশের আয়োজন করা হয়।