সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালিত হয়। ৮ মার্চ রোববার সকালে র্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলে কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথির বক্তৃতা দেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার। এসময় আরোও বক্তৃতা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুশিদ জাহান হক স্মৃতি, সুন্দরগঞ্জ মহিলা কলেজ উপাধাক্ষ্য নাসরিন সুলতানা, প্রভাষক কৃঞ্চা ও আওয়ামী লীগ নেত্রী রীনা প্রমূখ। এর আগে র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অডিটরিয়াম হলে এসে শেষ করেন।