সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা উদ্যোগে পৃথক অভিযান পরিচালনা করে নওগাঁ হইতে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন তল্লাশি করিয়া ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঢাকা মেট্রো-ব-১৪-৫৬৯৯ আসামী ১। মোঃ নাহিদ সুলতান (২৪) এর নিকট হইতে ৫৯ বোতল, অাসামী ২। মোঃ শাকিল আহমেদ (২২) এর নিকট হইতে ৭০ বোতল, অাসামী ৩। মোঃ তারেক রহমান (২০) এর নিকট হইতে ৭৫ বোতল, আসামী ৪। মোঃ মিল্টন ইসলাম (১৯) এর নিকট হইতে ৭৮ বোতল সর্বমোট – ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন