সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মোঃহাফিজুর রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার ইবি রোড মহল্লার মৃত ফজলার রহমানের ছেলে ফিরোজুল ইসলাম লাবন (৩৫) ফজল খাঁন সড়কের বাচ্চু শেখের ছেলে আল-আমিন (৩০) ও মো. আবুল কালাম আজাদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর উপজেলা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পর রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।