সিরাজগঞ্জ র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার এর নেতৃত্বে শনিবার সকালে এনায়েতপুরে মাদক বিরোধী অভিযানে ১০৫ পিছ ইয়াবাসহ শরিফুল ইসলাম(২৭) এবং শহিদুল ইসলাম(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের খাজা নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম এবং একই থানার বেতিল খামার গ্রামের বাবলু সরকারের ছেলে শহিদুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন বেতিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় ১০৫ পিছ ইয়াবা ও ০২ টি মেবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।