সিরাজগঞ্জের তাড়াশে হেরোইন ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ মোঃহাফিজুর রহমান জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে হেরোইন ও ইয়াবা দিয়ে অসহায় ব্যাক্তিকে ফাঁসাতে গিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। গত ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন আড়ংগাইল গ্রামের হাজী ওছমান গনির বাড়ীর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে।
এসময় ৭ গ্রাম হেরোইন এবং ১৩ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন,২টি সীমকার্ড এবং নগদ ৮ হাজার ৪ শত টাকা সহ-সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ভাদাস পুর্বপাড়া গ্রামের এবাদ আলী সরকারের ছেলে ফয়জুল হক (৪০) এবং জাহাঙ্গীর গাঁতী গ্রামের ইফসুফ এর ছেলে সজিবুর রহমান (২৭) দের কে আটক করেন। পরে উদ্ধারকৃত আলামত সহ আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৩ ফেব্রæয়ারী রবিবার দুপুরে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান।##