@দৈনিক একাত্তর জার্নাল
আজকে ২০ নভেম্বর (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮১৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তের মধ্যে সবাই বিদেশ ফেরত যারা যিনি স্টে হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি এবং কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েনি। আজকেসহ পরপর ১০ দিন ডরমিটরি ও কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি৷
গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ;
১১/১১/২০ : ১৮ জন৷
১২/১১/২০ : ১১ জন৷
১৩/১১/২০: ১২ জন।
১৪/১১/২০ : ২ জন৷
১৫/১১/২০ : ৩ জন৷
১৬/১১/২০ : ৫ জন৷
১৭/১১/২০ : ৬ জন৷
১৮/১১/২০ : ৫ জন।
১০/১১/২০ : ৪ জন৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৯ নভেম্বর নতুন ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৮০৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
২৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এদের মধ্যে একজন আইসিইউতে। ৩১ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
মাহমুদ তপন /সিঙ্গাপুর থেকে
তথ্য ও ছবি : The Straits times