নওগাঁর সাপাহারে ভিওইল স্কুল এন্ড কলেজে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় উপজেলার ভিওইল স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়।
রাজশাহী দূর্নীতি দমন কমিশনের সৌজন্যে
উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
কমিটির সভাপতি আলহাজ্ব নূরল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, ভিওইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কমিটির সদস্য ও সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, সদস্য ও তেঘরিয়া দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আ: খালেক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধীর চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।
শেষে “সততা চর্চা হোক জীবনের ব্রত” এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এবং ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়।