সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধার সাদুল্লাপুরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচীর সূচনা হয়।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর ম্যূরালে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোঃ নবী নেওয়াজ ও ওসি মাসুদ রানা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদ-মন্দিরে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।