সাতক্ষীরা সদরের তালতলায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গ্রামীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষন প্রকল্পের আওতায় এবং সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে,
শুক্রবার ( ১৯ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা ঈদগাহ মোড় হতে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবিদার রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু।
এছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, লাবসা ইউপি সদস্য জামির হোসেন, সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ্বনাথ মন্ডল, ৮নং ওয়ার্ড আওযামী লীগের সাধারণ সম্পাদক ভবরঞ্জন মন্ডল, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান, রুহুল আমীন, আব্দুর রহমান গাজী, রফিকূল ইসলাম প্রমুখ।
সড়ক নির্মান কাজ উদ্বেধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম।
উল্লেখ্য, এলজিইডি সাতক্ষীরার অর্থায়নে ২২ লাখ ৫৫হাজার ৩৮৬.৪৫ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।