সাতক্ষীরা জেলার কলারোয়া থেকে তিন বোতল ফেনসিডিল ১২টি মোবাইল ও একটি প্রাইভেট কারসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা গ্রামের ইকবাল হোসেন (৪২), সাতক্ষীরা শহরের কাটিয়ার আশরাফুজ্জামান (৩২), সুলতানপুরের মোস্তাফা কামাল (৩২), কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীর সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের রাশেদুজ্জামান।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।