সাঘাটায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
-বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় ফয়জার রহমান মন্ডল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদ্যাপন আঞ্চলিক বাস্তবায়ন কমিটি আয়োজিত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ভরত খালী ইউপি চেয়ারম্যান শাসীল আজাদ শীতল প্রমূখ।
উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে রাজশাহী কিশোর একাডেমিক ও রংপুর জয় স্পোটিং ক্লাব অংশ নেয়। এ খেলায় রংপুর স্পোটিং ক্লাবের কাছে ৪-০ গোলে রাজশাহী কিশোর একাডেমি ক্লাব হেরে যায়।