English|Bangla আজ ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১০:৩০
শিরোনাম
GUBK Award 2021 পেলেন নারী সাংবাদিক দৈনিক পূর্বকণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানাসাতক্ষীরায় ৭ মার্চ উপলক্ষে আবৃত্তিতে শিশু শিল্পী হিসেবে প্রথম হয়েছেন সাংবাদিক কন্যা দিঘী ।নবীনগরে নারী দিবসে ১০ লক্ষ টাকা ঋণ বিতরনকরোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”এই শ্লোগানে নরসিংদীতে নারী দিবস পালিতকাপাসিয়া ডেইরী ফার্মারস এসোসিয়েশনের কমিটি গঠনপত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনতানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনগরীব ও হত দরিদ্রের মাঝে ২লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করলেন এমপি তুহিনগাজীপুরে MAN’S WORLD MART,কাপড়ের শোরুম শুভ উদ্বোধন।র‍্যাব-১, দক্ষিণ সালনা এলাকা হতে ১৩০পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

সাংবাদিকদের দাওয়াত দিয়ে মোংলা বন্দরে নেপালের বাণিজ্য সম্পর্কিত বৈঠকে ঢুকতে দিলেন না চেয়ারম্যান

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে নেপালের বাণিজ্য সম্পর্কিত বৈঠকে সাংবাদিকদের দাওয়াত দিয়েও মূল সভাকক্ষে প্রবেশ করতে না দেওয়া ও সংবাদ সংগ্রহে বাধা দেয়ায় বন্দরের সকল সংবাদ বর্জনের ঘোষনা দিয়েছেন স্থানীয় সাংবাদিকদের সংগঠন মোংলা প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. বাইকুনথা আয়ালের সংবাদ সংগ্রহের সাংবাদিকদের আমন্ত্রন ছিল। বুধবার (৪ মার্চ) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোঃ আবুল কালাম আজাদের পক্ষে সাবাদিকদের আমন্ত্রন জানান উপ সচিব মোঃ মাকরুজ্জামান।

আমন্ত্রনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা বৃহস্পতিবার সকালে বন্দরের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রবেশ করতে গেলেই আটকে দেন বন্দরের বোর্ড ও গনসংযোগ কর্মকর্তা এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মোঃ মাকরুজ্জামান।

দাওয়াত দিয়ে প্রবেশে কেন বাধা জানতে চাইলে তিনি এসময় সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান (রিয়ার এডমিরাল শেখ মোঃ আবুল কালাম আজাদ) স্যারের সিদ্ধান্ত, আমার কি করার আছে? এসময় সাংবাদিকরা বৈঠকের ছবি ও ভিডিও ফুটেজ নিতে চাইলেও তারও অনুমতি দেয়নি চেয়ার‌্যমান রিয়ার এডমিরাল শেখ মোঃ আবুল কালাম আজাদ।

এদিকে চেয়ারম্যানের এমন আচরনে ক্ষোভ জানিয়ে মোংলা প্রেস ক্লাবে এদিন দুপুর ১২ টায় জরুরী সভায় বসেন সাংবাদিকরা। প্রেস ক্লাব সভাপতি এইচ এম দুলালের সভাপিতত্বে এ সভায় সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মোতালেব বলেন, ‘আমার ৩২ বছরের সাংবাদিকতার বিগত চেয়ারম্যানদের আমলে এমনটি দেখিনি’।

সভায় বন্দর চেয়ারম্যানের এমন আচরনের ক্ষোভ জানিয়ে সভাপতি এইচ দুলাল বলেন, ‘সাংবাদিকদের ডেকে নিয়ে ছবি তুলতে ও সভাস্থলে ঢুকতে না দেওয়ায় আমরা এর নিন্দা জানাই’। পরে সভায় বন্দর কর্তৃপক্ষের সকল ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরী এ সভায় স্থানীয় সকল সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো