রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজলী বেগম এবং সাধারন সম্পাদক মাসুদার রহমান মিলন।
শুক্রবার সন্ধায় রংপুরের পালিচড়া এলাকায় মজিদা খাতুন কলেজ প্রাঙ্গনে সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলনে বিরোধী দলীয় চীফ হুইপ ও জাপার মহা সচিব আলহাজ্ব মশিয়ার রহমান রাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির এই কমিটি ঘোষনা করেন।এসময় রাঙ্গা বলেন,এরশাদ মারা গেছেন এখন আর রংপুর আর জাপার দূর্গ থাকবেনা, যারা একথা বলেন তারা জানেনা জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ আরো বেশী শক্তিশালী। রংপুর জাপার দূর্গ আছে ভবিষতেও থাকবে। আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের ২২টি আসনেই তাদের চলে আসবে। জাপার দূর্গ কেউ কোন দিন ছিনিয়ে নিতে পারবেনা।
রাঙ্গা বলেন, এরশাদ ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ক্ষমতায় থাকা কালে দেশের যে উন্নয়ন করেছেন তার আগে কেউই এতো উন্নয়ন করতে পারেনি। তিনি সব সময় বলতেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে,সে জন্যই তিনি উপজেলা পদ্ধতি চালু, মহকুমাকে জেলা করা সহ প্রত্যান্ত অঞ্চলের রাস্তা ঘাট উন্নয়ন করেছেন। গ্রামকে শহরে পরিনত করেছেন। প্রশাসনকে মানুষের দোড় গোড়ায় নিয়ে গিয়েছেন। বর্তমান সরকারও গ্রামকে শহরে পরিনত করার চেষ্টা করছেন বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছেন। তিনি বলেন আমরা জাতীয় সংসদকে সকল কর্মকান্ডের কেন্দ্র বিন্দুকে পরিনত করতে চাই। বিরোধীতা করার জন্য বিরোধীতা নয় সরকারের খারাপ কাজের বিরোধীতা আর ভালো কাজের প্রশংসা করতে চাই এবং সেটাই করছি। সংসদকে অশ্রাব্য ভাষায় গালাগাল কাগজ ছোড়াছুড়ি করা মাইক ভেঙ্গে ফেলার নাম যদি বিরোধী দলের কাজ হয় আমরা তেমন বিরোধী দল হতে চাইনা।
রাঙ্গা দলকে শক্তিশালী করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন এ জন্য জনগনের কাছে যেতে হবে। মানুষের সুখ দুঃখের অংশিদার হয়ে তাদের সেবা করতে হবে।
এর আগে রংপুর সদর উপজেলা জাপার নেত্রী কাজলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, শাফিউর ইসলাম শফি, মোঃ রুহুল আমিন লিটন ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান নাজিম, সদর উপজেলা জাপার সদস্য সচিব মাসুদার রহমান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।