গাজীপুর শ্রীপুর থানার এসআই মো:আ:মালেক নেতৃত্বে ১০০ (একশত) পিচ ইয়াবা সহ মাদক সম্রাট সহ তিন জনকে গ্রেপ্তার করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট বামে থেকে ১. মো: নাইম (২০), পিতা-মো: সহিদ মিয়া ২. মো:সবুজ মিয়া (৩২), পিতা-মৃত শামসুল হক, ৩. মো: আনছারুল হক (১৯), পিতা-মো:সায়েব আলী সর্ব স্থায়ী : গ্রাম- কেওয়া
পশ্চিমখন্ড (দারোগারচালা) উপজেলা/থানা- শ্রীপুর, গাজীপুরদেরকে নিয়মিত মামলায় অদ্য ০১/০৩/২০২০ খ্রিঃ কোর্টে প্রেরন করা হয়েছে। এসআই আব্দুল মালেক বলেন যে এদের বিরুদ্ধে অত্র থানায় আরো ০৭ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় জনগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এস.আই/মো: আ:মালেককে ধন্যবাদ জানান এবং এই অভিযান অব্যাহত রাখার জন্য গাজীপুর জেলা স্বনামধন্য পুলিশ সুপার কে আহ্বান জানান।