শেখ রাসেল স্মৃতি সংসদ লালমোহন উপজেলা শাখা’র পক্ষ থেকে সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জালাল উদ্দীন বেল্লাল।
মোঃমামুন হোসাইন স্টাফ রিপোর্টারঃ
একদিকে মহামারি করোনা ভাইরাস দুঃসময় তার মধ্যে আবার সামনে ঈদুল আযহা। তার পরেও লালমোহন উপজেলা বাসীসহ সর্বস্তরের জনগনকে শেখ রাসেল স্মৃতি সংসদ লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন তীরুণ সমাজসেবক
শেখ রাসেল স্মৃতি সংসদ লালমোহন উপজেলার শাখার আহ্বায়ক,সাবেক পৌর ছাত্রীলীগ এর সভাপতি মোঃজালাল উদ্দীন বেল্লাল
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, সারা পৃথিবী জুড়ে বইছে মহামারি করোনা ভাইরাস দুঃসময়। যার ফলে ভালো নেয় সাধারণ মানুষের মনের অবস্থা। তার মধ্যে আবার সামনে ঈদুল আযহা। এতে করে মানুষের মাঝে নেই তেমন কোন আনন্দ। তার পরেও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের সব বালা মসিবত দূর করে আমাদের রক্ষা করুন। সেই সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ লালমোহন উপজেলার শাখার পক্ষ থেকে লালমোহন উপজেলা বাসীসহ সর্বস্তরের জনগনকে জানাই আন্তরিক ভালবাসা ও ঈদুল আযহা’র শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদুল আযহা উপলক্ষ্যে সবার জীবনে বয়ে আসুক ঈদ আনন্দ উল্লাস।