শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজ
এনামুল হক, ( সুন্দরগঞ্জ)প্রতিনিধিঃ
শুদ্ধ সুরে জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগীতায় উচ্চ মাধ্যমিক স্তরে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ.সরকারি কলেজ দলীয়ভাবে শেষ্ঠত্ব অর্জন করেছে।
জানা গেছে,শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশ গ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজনের জেলা পর্যায়ের ফলাফলে গাইবান্ধা জেলার ৭ উপজেলার ৭ কলেজের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ.সরকারি কলেজ দলীয়ভাবে শেষ্ঠত্ব অর্জন করে।এর পূর্বে উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠান শেষ্ঠত্ব অর্জন করে।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডি.ডব্লিউ সরকারি কলেজের দলীয়ভাবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম,একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ হীরা মিয়া, নিবেদীতা রানী, তন্ময় তনু বর্মা, ফাল্গুনী আহম্মেদ, লাভলী আক্তার।
গত সোমবার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মতিন।
উল্লেখ্য বিজয়ী সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ. সরকারি কলেজ দলীয়ভাবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় আগামী ৮ মার্চ অংশ গ্রহণ করবে বলে অধ্যক্ষ এ.কে.এম.এ হাবীব সরকার জানান।