শিক্ষার পাশাপাশি মাদকমুক্ত রাখতে কাজ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে এম পি এবাদুল করিম বুলবুল
মমিনুল হক রুবেল:নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘরে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ উদ্বোধন কালে কলেজ কতৃপক্ষ তথা সকলের উদ্দেশ্য নবীনগরে শিক্ষার আলোর প্রসারের সাথে সাথে সমাজ কে মাদকমুক্ত রাখার জন্য কাজ করার পরামর্শ প্রদান করেন।
বিটঘরের দানবীর খ্যাত মহেশ চন্দ্র ভট্টাচার্যের নামে স্থানীয় বাসিন্দা মুনতাসীর মহিউদ্দিন অপু নিজ অর্থায়নে বিটঘরে মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ ১৪(নভেম্বর)রোজ শনিবার দুপুরে উদ্বোধন শেষে বিটঘর ভূতির মার মাঠে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫(নবীনগর) সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হাবিবুর রহমান সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বলেন,আমাদের শিক্ষার আলোর প্রসারের পাশাপাশি নবীনগরকে মাদকমুক্ত রাখতে সবাইকে কাজ করতে হবে। একজন সুশিক্ষিত মাদকমুক্ত নাগরিকই পারে দেশ ও জাতিকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে।