লাখাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো তুষ্টি রাণী সরকার নামে এক কিশোরী। পরে তার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না বলে প্রতিশ্র“তি দেন তার মা-বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার করাব ইউনিয়নের আগাপুর গ্রামের মুরানী সরকারের অপ্রাপ্ত কন্যা তুষ্টি রাণী সরকারের বিয়ে আয়োজন করে পরিবার। গতকাল বৃহস্পতিবার বিয়ের দিন ঠিক করা হয়। কিন্তু বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার।
এ সময় বিয়ের বাড়িতে সকল প্রস্তুতি চলছিল। ইউএনও বিয়ে বাড়িতে পৌঁছে কনের বয়স যাচাই-বাচাই করে প্রাপ্ত বয়স না হওয়ার কারণে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। পরে বিয়ের সকল আয়োজন বন্ধ হয়ে যায়। এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন কনের মা-বাবা।
এ সময় উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।