English|Bangla আজ ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত ১২:৩৮
শিরোনাম

রাসুল (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী হযরত মুহাম্মাদ ( সাঃ) কে নিয়ে অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কয়ড়া বাজারে দক্ষিণ মাদারগঞ্জের সর্বস্তরের রাসুল ( সাঃ) প্রেমিক তৌহীদি জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামালপুর জেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আবুল কাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সীরাত কমিটির সহ সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম । উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম। ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলাম।কয়ড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নাজমুল হোসাইন। দীঘলকান্দী কওমী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আজিজুল ইসলাম ও মুহতামিম জামাল উদ্দিন। হাফেজ আমিনুল ইসলাম,হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আব্দুল্লাহ আল সাউদ প্রমূখ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো