English|Bangla আজ ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ১১:৩১
শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা মিলন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ ব্রাহ্মণ পাড়া নিবাসী মুক্তিযোদ্ধা মিলন চক্রবর্তী(৮০)দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৪ নভেম্বর শনিবার বিকাল ৫টা১৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন, গত ১৫ নভেম্বর সকাল ১১টায় উত্তর আমিরাবাদ সার্বজনীন শ্রীশ্রী কালীমন্দির মাঠে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহসান হাবিব জিতু’র নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম, দীনবন্ধু দেবনাথ, জনাব আহমদ হোসেন, জনাব মোঃ আবদুস শুক্কুর, জনাব আবদুর রশিদ সহ এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে তাঁকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো