যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে এক সদ্য বিদেশ ফেরত যুবক। নিহত আনিসুর রহমান উপজেলার কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সময় আনিসুর রহমান মোল্লাপাড়া এলাকায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন । এ সময় বিদেশ ফেরত ঐ গ্রামের হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়।
স্থানীয়রা আনিসুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনলে সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ভিডিও