২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধায় যশোরের বাঘারপড়ার দোহাকুলা ইউনিয়নের ভুলবাড়িয়া হিজলতলা গ্রামে মতুয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সংগ্রামী “আহ্বায়ক” যুবসমাজের আইকন প্রিয়নেতা বাবু “রাজিব রায়”।
আওয়ামীলীগ নেতা অভিরাম বিশ্বাস এর সভাপতিত্বে মতুয়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সচীন্দ্রনাথ বিশ্বাস,হাদিউজ্জাম,সংজীত কুমার, কিশোর বিশ্বাস,ফারুক রুম্মান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী যুগ্নআহ্বায়ক এম.ডি রজিবুল ইসলাম, যুবনেতা সনজিত বিশ্বাস , ছাত্রলীগ নেতা আবু রাসেল তান্না, বি এম সোহাগ, মাজেদুল, সাদ,যুবনেতা টিপু মাস্টার,হাদিউজ্জামান,উজ্জ্বল দেবনাথ,,কোমল,আতিক প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ, স্বাবিক সহাযোগিতায় ছিলেন এ্যানি কংকন এর কন্যা লিন্ডা বিশ্বাস।