ময়মনসিংহে ডিবি’র অভিযানে মাদক কারবারী চক্রের ০৩ সদস্য গ্রেফতার, ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ‘র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) নির্দেশে এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০১/০২/২০২০ তারিখ রাত ০০.২০ ঘটিকার সময় ভালুকা থানাধীন সিডষ্টোর থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১। মো: নুরুল ইসলাম মন্ডল (৫০) পিতা মৃত জুলমত আলী মন্ডল মাতা মৃত হাজেরা বেগম সাং ভাংনাহাটি ২। মো: হোসেন আলী (২৫) পিতা মো: চান মিয়া মাতা: ফাতেমা বেগম সাং নয়াপাড়া উভয় থানা শ্রীপুর জেলা গাজীপুর এবং এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ৩১/০১/২০২০ তারিখ ২২.৩০ ঘটিকার সময় টাউন হল মোড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। মুছাকির হোসেন নিলয় (২২), পিতা-মোঃ সেলিম, মাতা-মোছাঃ নাছিমা, সাং-সানকিপাড়া (হেলথ অফিসারের গলি) এ/পি পীরবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।